ক্রম | সেবার নাম(প্রোগ্রামসমূহ) | প্রয়োজনীয় কাগজপত্র |
১ |
২ |
৩ |
১. |
উত্তরপত্র পুনঃ নিরীক্ষণ |
টাকা জমার রশিদ |
২. |
ফলাফল সংক্রান্ত অভিযোগ |
টাকা জমার রশিদ |
৩. |
মূল সনদ ইস্যু |
আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ, এসএসসি পরীক্ষা পাশের সনদের সত্যায়িত ফটোকপি। |
৪. |
সাময়িক সনদ/ ট্রান্সক্রিপ্ট/মার্কশীট ইস্যু |
আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ, এসএসসি পরীক্ষা পাশের সনদের সত্যায়িত ফটোকপি। |
৫. |
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ যাচাই |
শিক্ষার্থী আইডি, সনদ/ ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি, টাকা জমার রশিদ |
৬. |
মাইগ্রেশন সার্টিফিকেট প্রদান |
আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ |
৭. |
নাম ও বয়স সংশোধন (নিজ নাম, পিতার নাম, মাতার নাম) |
আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ, এসএসসি পরীক্ষা পাশের সনদের সত্যায়িত ফটোকপি, এনআইডি/ জন্ম নিবন্ধন/ জেএসসি সনদের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে পিতা-মাতার এনআইডি এর ফটোকপি) |
৮. |
দ্বি/ত্রি/চৌ-নকল সাময়িক সনদ/ মূল সনদ ও নম্বরপত্র প্রদান |
আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ, বিজ্ঞপ্তির পেপার কাটিং, জিডি কপি |
৯. |
প্রশ্নপত্র প্রণেতা, পরিশোধক, প্রধান পরীক্ষক, নিরীক্ষক এবং পরীক্ষকবৃন্দের পারিতোষিক প্রদান |
বিলের কপি, নিয়োগপত্র, টিন নম্বর |
১০. |
প্রশংসাপত্র |
আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ |
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি (প্রোফাইল, ট্রেনজেকশন হিস্ট্রি, পেমেন্ট ডকুমেন্টস ও রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের প্রিন্ট কপি)।
খ) সকল একাডেমিক সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি।
গ) এনআইডি/ জন্ম সনদের ফটোকপি।
ঘ) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
*(উক্ত কাগজপত্র জমাদানের সময় মূল কপি সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে)।
*(এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের লিংকে উল্লেখিত কাগজপত্র সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে এবং অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র ও উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিন।
ভর্তি /রেজিস্ট্রেশন বিষয়ক তথ্যের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
(শিক্ষার্থী আইডি জেনারেট হওয়ার আগে)
ক) শিক্ষার্থী ভর্তির আবেদনপত্রের ফটোকপি
খ) সকল একাডেমিক সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি
গ) এনআইডি/ জন্ম সনদের ফটোকপি
(শিক্ষার্থী আইডি জেনারেট হওয়ার পরে)
ক) শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি
খ) সকল একাডেমিক সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি
গ) এনআইডি/ জন্ম সনদের ফটোকপি
ঘ) ব্যাংক জমার রশিদের ফটোকপি
ডি-নভো রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি
খ) ব্যাংক জমার রশিদের ফটোকপি
স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি
খ) ব্যাংক জমার রশিদের ফটোকপি
গ) স্টাডি সেন্টার পরিবর্তনের সুনির্দিষ্ট কারণের প্রমানক
বিষয় পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি
এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে বিষয় নির্বাচনে গুচ্ছ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি
ডিজিটাল আইডি কার্ডেও জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) OSAPA এ লগইন করে আবেদন পত্রের প্রিন্ট কপি
খ) Payment slip এর প্রিন্ট কপি।
দ্বি-নকল আইডি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
(২০১১ ও এর পূর্ববর্তী সেশনের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে)
ক) এক কপি পাসপোর্ট সাইজের ছবি
খ) জিডির কপি ও হারানো বিজ্ঞপ্তির পেপার কার্টিং
গ) ব্যাংক জমার রশিদের ফটোকপি
উল্লিখিত কাগজপত্র সংযুক্ত করে আঞ্চলিক পরিচালকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করুন।
(২০১২ সেশনের ও এর পরবর্তী সেশনের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে)
ক) এক কপি পাসপোর্ট সাইজের ছবি
খ) জিডির কপি ও হারানো বিজ্ঞপ্তির পেপার কার্টিং
গ) ব্যাংক জমার রশিদের ফটোকপি
উল্লিখিত কাগজপত্র সংযুক্ত করে আঞ্চলিক পরিচালক বরাবর আবেদন করুন। তবে ডিজিটাল আইডি কার্ডের জন্য পরিচালক এসএসএস বরাবর আবেদন করুন।
© 2025 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.