Admission Test Result of BBA Program - 231 Term       ||    Exam postponed of Master in Criminology & Criminal Justice (MCCJ) Program 2nd Batch 3rd Semester (Term 232)       ||    ২১/১২/২০২৪ তারিখের এমএড পরীক্ষা ২০২৩ (২৩২) টার্ম স্থগিত বিজ্ঞপ্তি       ||    Result Published of Bachelor of Education (B.Ed) Examination-2022, 1st & 2nd Semester Term 221 (New & Old)       ||    

পরীক্ষা বিভাগের সংশ্লিষ্ট সেবার জন্য চাহিত কাগজপত্র


ক্রম সেবার নাম(প্রোগ্রামসমূহ) প্রয়োজনীয় কাগজপত্র

১.

 উত্তরপত্র পুনঃ নিরীক্ষণ

 টাকা জমার রশিদ

২.

 ফলাফল সংক্রান্ত অভিযোগ

 টাকা জমার রশিদ

৩.

 মূল সনদ ইস্যু 

 আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ, এসএসসি পরীক্ষা পাশের সনদের সত্যায়িত ফটোকপি।
 (এসএসসি সনদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন অথবা এনআইডি)

৪.

 সাময়িক সনদ/ ট্রান্সক্রিপ্ট/মার্কশীট ইস্যু

 আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ, এসএসসি পরীক্ষা পাশের সনদের সত্যায়িত ফটোকপি।
 (এসএসসি  সনদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন অথবা এনআইডি)

৫.

 একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ যাচাই

 শিক্ষার্থী আইডি, সনদ/ ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি, টাকা জমার রশিদ

৬.

 মাইগ্রেশন সার্টিফিকেট প্রদান

আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ

৭.

 নাম ও বয়স সংশোধন (নিজ নাম, পিতার নাম, মাতার নাম)

আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ, এসএসসি পরীক্ষা পাশের সনদের সত্যায়িত ফটোকপি, এনআইডি/ জন্ম নিবন্ধন/ জেএসসি সনদের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে পিতা-মাতার এনআইডি এর ফটোকপি)

৮.

 দ্বি/ত্রি/চৌ-নকল সাময়িক সনদ/ মূল সনদ ও নম্বরপত্র প্রদান

 আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ, বিজ্ঞপ্তির পেপার কাটিং, জিডি কপি

৯.

 প্রশ্নপত্র প্রণেতা, পরিশোধক, প্রধান পরীক্ষক, নিরীক্ষক এবং পরীক্ষকবৃন্দের পারিতোষিক প্রদান

 বিলের কপি, নিয়োগপত্র, টিন নম্বর

১০.

 প্রশংসাপত্র

 আবেদনপত্র, শিক্ষার্থী আইডি, টাকা জমার রশিদ

 

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি (প্রোফাইল, ট্রেনজেকশন হিস্ট্রি, পেমেন্ট ডকুমেন্টস ও রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের প্রিন্ট কপি)।
খ) সকল একাডেমিক সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি।
গ) এনআইডি/ জন্ম সনদের ফটোকপি।
ঘ) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

*(উক্ত কাগজপত্র জমাদানের সময় মূল কপি সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে)।
*(এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের লিংকে উল্লেখিত কাগজপত্র সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে এবং অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র ও উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিন।

 

ভর্তি /রেজিস্ট্রেশন বিষয়ক তথ্যের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
(শিক্ষার্থী আইডি জেনারেট হওয়ার আগে)

ক) শিক্ষার্থী ভর্তির আবেদনপত্রের ফটোকপি
খ) সকল একাডেমিক সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি
গ) এনআইডি/ জন্ম সনদের ফটোকপি

(শিক্ষার্থী আইডি জেনারেট হওয়ার পরে)
ক) শিক্ষার্থী  আইডি কার্ডের ফটোকপি
খ) সকল একাডেমিক সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি
গ) এনআইডি/ জন্ম সনদের ফটোকপি
ঘ) ব্যাংক জমার রশিদের ফটোকপি

 

ডি-নভো রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি
খ) ব্যাংক জমার রশিদের ফটোকপি

 

স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) শিক্ষার্থী  আইডি কার্ডের ফটোকপি
খ) ব্যাংক জমার রশিদের ফটোকপি
গ) স্টাডি সেন্টার পরিবর্তনের সুনির্দিষ্ট কারণের প্রমানক 

 

বিষয় পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি

 

এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে বিষয় নির্বাচনে গুচ্ছ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি

 

ডিজিটাল আইডি কার্ডেও জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ক) OSAPA এ লগইন করে আবেদন পত্রের প্রিন্ট কপি

খ) Payment slip এর প্রিন্ট কপি।

 

দ্বি-নকল আইডি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
(২০১১ ও এর পূর্ববর্তী সেশনের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে)

ক) এক কপি পাসপোর্ট সাইজের ছবি
খ) জিডির কপি ও হারানো বিজ্ঞপ্তির পেপার কার্টিং
গ) ব্যাংক জমার রশিদের ফটোকপি
উল্লিখিত কাগজপত্র সংযুক্ত করে আঞ্চলিক পরিচালকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করুন।

 

(২০১২ সেশনের ও এর পরবর্তী সেশনের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে)
ক) এক কপি পাসপোর্ট সাইজের ছবি
খ) জিডির কপি ও হারানো বিজ্ঞপ্তির পেপার কার্টিং
গ) ব্যাংক জমার রশিদের ফটোকপি
উল্লিখিত কাগজপত্র সংযুক্ত করে আঞ্চলিক পরিচালক বরাবর আবেদন করুন। তবে ডিজিটাল আইডি কার্ডের জন্য পরিচালক এসএসএস  বরাবর আবেদন করুন।



© 2025 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.