OSAPS-এর মাধ্যমে বাউবি’র প্রোগ্রামসমূহে অনলাইন ভর্তি প্রক্রিয়া



  • >>  যে কোন ব্রাউজারের Address bar-এ https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন। Offered Programs এর অধীনে সংশ্লিষ্ট School এ ক্লিক করে সংশ্লিষ্ট প্রোগ্রামের পাশে প্রদর্শিত ভর্তি নির্দেশাবলী (learner’s guide এবং View details) গুরুত্ব সহকারে পড়ে Apply Now বাটনে ক্লিক করুন। অতঃপর General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন।

    >>  Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো (300×300pixel, JPG Format) এবং স্ক্যান করা স্বাক্ষর (300×100pixel, JPG Format) আপলোড করে Next বাটন ক্লিক করুন।

    >>  Academic Information ধাপে শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ শেষে Finish বাটনে ক্লিক করুন। সঠিকভাবে ফরম পূরণ শেষে শিক্ষার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এবং প্রদত্ত ইমেইলে Temporary User ID I Password প্রেরণ করা হবে।সরাসরি ভর্তির ক্ষেত্রে যথাযথ কোর্সসমূহ নির্বাচন করুন।

    >>  মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীগণ ভর্তির ক্ষেত্রে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড এর মাধ্যমে Login করে প্রদর্শিত Course Enrollment বাটনে ক্লিক করে কোর্সসমূহ নির্বাচন করুন।

    >>  Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway/System সমূহ থেকে যেকোনো একটির মাধ্যমে ফি জমা দিতে হবে। সফল ভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully!” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীকে অবহিত করা হবে।

    >>  Online-এ ভর্তির আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীর Temporary User ID ও Password ব্যবহার করে OSAPS-এ Login করে Print Profile বাটনে ক্লিক করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করুন এবং Payment History থেকে Action মেনুর Print অপশনে ক্লিক করে Payment Slip-টি প্রিন্ট করুন। প্রিন্টকৃত আবেদনপত্র ও Payment Slip এর সাথে শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য প্রয়োজনীয় সনদের সত্যায়িত ফটোকপি নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র/স্টাডি সেন্টারে জমা দিন। জমাদানকৃত কাগজপত্রাদির এক সেট ফটোকপি নিজের কাছে সংরক্ষিত রাখুন।

    >>  Online ভর্তি/রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য পরবর্তী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে OSAPS Helpline-এ উল্লেখিত ফোন নম্বরসমূহে: ০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২ (সময়: সকাল ০৮.৩০টা হতে বিকাল ৩.৩০টা, রবি থেকে বৃহস্পতি), ইমেইল: help.osaps@bou.ac.bd অথবা বাউবি’র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করুন।

    বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার এর সাথে এবং ক্ষেত্রবিশেষে আইসিটি হেড, আইসিটি ইউনিট, আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টার, বাউবি বরাবর ইমেইলে (icthead@bou.ac.bd) যোগাযোগ করা যাবে।

© 2025 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.